দলিলে আদায় যোগ্য স্ট্যাম্প ফিস ও করাদির হার
(১) ‘এ’ ফিঃ (ক) দলিলের মূল্য ৫,০০০/- টাকা পর্যমত্ম মূল্যের উপর ২% টাকা ১০০/- টাকার নিম্নে নহে।
(খ) ৫,০০০/- টাকার উদ্ধে মূল্যমানের জন্য ২.৫% হারে ‘বি’ ফিসঃ এ ফিসের অনুরূপ
ট্রাষ্ট দলিলের ফিসঃ ১। (ক) ৪,০০০/- টাকা পর্যমত্ম ২% হারে।
(খ) ৪,০০০/- টাকার উদ্ধে যে কোন মূল্যমানের জন্য ২,৫০০/- টাকা নির্ধারিত।
‘সি’ ফিসঃ উইল বা অছিয়ত নামা রেজিস্ট্রী বা রহিত করণে ২০০/-(দুইশত) টাকা
‘ই’ ফিস ১০০ একশত টাকা নির্ধারিত।
ফিসের বিবরণীঃ এফ-১ সূচী বহি তলস্নাশীঃ (১) ১ম বৎসরের জন্য ১০/- টাকা।
এফ-২, ১০ প্রতি দলিলের জন্যঃ ১/- বাংলা প্রতি ১০০ শব্দ বা অংশের জন্য ৩/- টাকা।
জি-এ (নকল ফিস)ঃ ২। ইংরেজী প্রতি ১০০ শব্দ বা অংশের জন্য ৪/- টাকা
জি.বিঃ জরম্নরী নকল প্রাপ্তির জন্যঃ ১। বালামের ৩০০ শব্দের ৪ পৃষ্ঠার জন্য বা তার যে কোন অংশের জন্য ২০/-
নির্ধারিত ২। ৩০০ শব্দ অতিক্রম করিলে প্রতি পৃষ্ঠা বা অংশের জন্য ৫/- টাকা হারে।
এল ফিঃ এল -১। খাস মোক্তার ১০০/- টাকা নির্ধারিত এল-২ আমমোক্তার ২০০/- টাকা নির্ধারিত।
এম.এ- একই জেলার বিভিন্ন থানায় দলিলের জন্য ফিসের হার ১০/- টাকা নির্ধারিত।
এম.বি-বিভিন্ন জেলার জন্য অতিরিক্ত ৬০/- টাকা নির্ধারিত।
এন ফিস কোন দলিলের ৩০০ শব্দের অধিক হারে সংখ্যা থাকিলে অতিরিক্ত প্রতি ৩০০ শব্দ বা তাহার অংশের জন্য ৮/- টাকা হারে।
ও ফিস- দলিল সমাপ্ত হইবার তারিখ হইতে ১ মাসের অধিক কাল পড়িয়া থাকিলে ১ মাস ৩/-টাকা সর্বোচ্চ ৫০/- টাকা
(২) করাদিঃ শহর বা সিটি কর্পোরেশন এলাকা (যে ক্ষেত্রে যাহা প্রযোজ্য)
(ক) ঢাকা সিটি কর্পোরেশন কর মূল্যের উপর ২% (খ) অন্যান্য সিটি কর্পোরেশন কর মূল্যের উপর ১%
(গ) পৌরসভা/ ক্যান্টনমেন্ট কর মূল্যের উপর ২% (ঘ) উৎসে কর মূল্যের উপর ৫%
শহর /সিটি কর্পোরেশন এলাকার বাহিরে (মূল্যের উপর)
(১) জেলা পরিষদ করঃ ১% টাকা (২) ইউনিয়ন পরিষদ করঃ ১% টাকা
(৩) ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার উদ্ধমানের অ-কৃষি জমি বা সম্পত্তির দলিলের মূল্যের উপর ৫% হারে উৎস কর আদায়যোগ্য।
দলিলের স্ট্যাম্প শুল্কের হারঃ
১। স্ট্যাম্প শুল্কঃ আর্থিক সৎসর (২০০৩-২০০৪)
(ক) কবলা/ দানপত্র মূল্যের উপর ৫% হারে (খ) হলফনামা (নির্ধারিত) ৫০/- (চ) হেবার ঘোষনা ৫০/-
(প) চুক্তিপত্র (নির্ধারিত) ১৫০/- টাকা। (ঘ) ভ্রম সংশোধন (নির্ধারিত) ১৫০/- টাকা।
(ঙ) নাকোচ বা বাতিল করণ দলিল (নির্ধারিত) ১৫০/- টাকা বন্টন নামা দলিল ২০/- টাকা নির্ধারিত
২। বন্ধকী দলিলঃ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে কর্জ বা ঋণ বাবদ একটি বন্ধকী দলিল সম্পাদন করা হইলে
(ক) দশ লক্ষ টাকা পর্যমত্ম ১,৫০০/-টাকা (খ)দশ লক্ষ টাকার উদ্ধে কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার অধিক নহে ৩,৫০০/-টাকা
(প) পঞ্চাশ লক্ষ টাকার উদ্ধে প্রথম পঞ্চাশ লক্ষ টাকার জন্য ৩৫০০/- টাকা পরের অবশিষ্ট ঋণের টাকা বাবদ শতকরা ০.১০% হারে।
৩। বন্ধকী দলিলের পুনঃ হসত্মামত্মর দলিলঃ (REDEMPTION)
(ক) বন্ধকী সমপত্তির মূল্য অনধিক ১,০০০/- টাকা হইলে মূল্যের উপর ৫% (খ) অন্যান্য ক্ষেত্রে ১৫০/-টাকা।
৪। মুক্তিপত্র বা নাদাবী দলিলঃ
দলিলের মূল্য অনধিক ১,০০০/- টাকা না হইলে মুক্তিপত্রের পণ্যের অংশ বা মূল্যের উপর নির্ধারিত ২০/-
(খ) অন্যান্য ক্ষেত্রে ১০০/- টাকা।
৫। ওয়াকফ নামা/ অর্পন নামাঃ মূল্যের উপর ২% ।
৬। আমমোক্তার নামা দলিলঃ (এ) =৫০০/-, (বি) = ১০০০/-, (সি) = ১০০০/-, (ডি) = ১০০০/-।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS